AkramNadwi

যুগজুড়ে প্রবাহিত হয়ে চলেছে। হে পবিত্র ও পবিত্রতম

যুগজুড়ে প্রবাহিত হয়ে চলেছে।

হে পবিত্র ও পবিত্রতম ঘরের প্রভু! আমাকে তোমার সেই ঘরের বরকতে নতুন জীবন দান করো; জ্বলন্ত হৃদয়কে ইবরাহিমি ঈমানের উজ্জ্বল নূরে আলোকিত করো; দৃঢ় ও প্রজ্জ্বলিত ঈমানের প্রদীপ দিয়ে আমার অন্তর সাজিয়ে দাও—যাতে আমি তোমার দরবারে বিনয় ও নিবেদনসহ, ভালোবাসা ও অবিচলতায় পূর্ণ হয়ে সেজদায় লুটিয়ে পড়তে পারি।

তাওয়াফ শেষে ফিরে এলাম, কিন্তু হৃদয় রয়ে গেল সেখানেই—যেখানে আলো, যেখানে মিনারগুলো, যেখানে এমন প্রশান্তি যা কখনো শেষ হয় না। নিঃসন্দেহে আল্লাহর নিদর্শনসমূহের দর্শন গাফলতের তালা ভেঙে দেয়। আফসোস আমার বাসনাগুলোর ওপর—যতই তাদের রুখতে চাই, ততই তারা বেড়ে যায়।

হে আল্লাহ! তোমার রহমতে আমাকে তাদের ওপর জয়ের শক্তি দাও, আর আমাকে নেককারদের সঙ্গ দান করো।

——————–

ক্যাটাগরি : হজ্জ ভ্রমণ, তাজকিয়াহ, উপদেশ।

✍ মূল: ড. মোহাম্মাদ আকরাম নদভী, অক্সফোর্ড।
✍ অনুবাদ যাচাই ও সম্পাদনা : মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।
—-
যে আর্টিকেল থেকে অনূদিত, তার লিংক👇
https://t.me/DrAkramNadwi/6688

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *