AkramNadwi

আমাদের উদ্দেশ্য

ড. মুহাম্মদ আকরাম নাদভীর জ্ঞানভাণ্ডার বাংলাভাষী পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া

কেন ড. নাদভীর রচনা?

আমরা বিশ্বাস করি, ড. মুহাম্মদ আকরাম নাদভীর গবেষণা ও রচনাবলী বাংলাভাষী পাঠকদের জন্য এক অমূল্য সম্পদ। তাঁর লেখায় ইসলামী জ্ঞানের ঐতিহ্যবাহী ধারা আধুনিক গবেষণা পদ্ধতির সাথে মিলিত হয়েছে, যা বাংলা ভাষায় খুবই বিরল।

তিনি নিজ হাতে বই কপি করে মুখস্থ করেছেন, অন্ধকার রাতে কেরোসিন বাতির আলোয় পড়েছেন, এমনকি চাষাবাদের পরিবর্তে বইয়ের সঙ্গেই থেকেছেন—এই আত্মনিবেদনের কাহিনিই আমাদেরকে তাঁর রচনাগুলো বাংলায় উপস্থাপনের জন্য অনুপ্রাণিত করেছে।

তাঁর রচনায় যে তাজা ভাবনা, বুদ্ধিদীপ্ত পর্যালোচনা এবং হাদীসপ্রেম জড়িয়ে আছে, তা বাংলাভাষী পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে আমরা সচেষ্ট।

ড. নাদভী শিক্ষাদানরত

আমাদের পদ্ধতি

ভাষার সৌন্দর্য রক্ষা

মূল রচনার ভাব ও প্রাঞ্জলতা বাংলা অনুবাদে অক্ষুণ্ণ রাখার চেষ্টা

পাঠকের সুবিধা

জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে উপস্থাপন

গবেষণাধর্মীতা

মূল রচনার গবেষণামূলক বৈশিষ্ট্য যথাসম্ভব সংরক্ষণ