হয়, তবে তা ক্ষতির কারণ নয়, কারণ আল্লাহ তা‘আলা অল্প কাজেও বরকত দান করেন—যখন তা আন্তরিকতার সঙ্গে করা হয়।
এই অনুভূতি—যে আমি কম করে ফেলছি বা আমার কর্মক্ষমতা দুর্বল হয়ে গেছে—যদি বিনয় ও আত্মসমালোচনার সঙ্গে হৃদয়ে আসে, তবে এটি আসলে এক উচ্চমানের আত্মিক অবস্থা। আল্লাহ তা‘আলা তাঁর বান্দার এই অবস্থা ভালোবাসেন যে, সে নিজের কাজকে বড় মনে না করে, নিজেকে অক্ষম ও অভাবী ভাবে এবং আরও বেশি করার তাওফিক প্রার্থনা করে। এ অবস্থাই বান্দার জন্য অধিক আমলের তাওফিকের দরজা খুলে দেয়।
হৃদয়কে কুমন্ত্রণার ধোঁকা থেকে বাঁচিয়ে এই বিশ্বাস রাখুন—দীনের খেদমতের যেকোনো কাজ, তা যত ছোটই হোক না কেন, যদি আন্তরিকতার সঙ্গে করা হয় তবে আল্লাহর কাছে তার প্রতিদান নিশ্চিত। এই তৃপ্তি ও কৃতজ্ঞতার সঙ্গে সামনে এগিয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন—তিনি যেন আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁর দীনের খেদমতের জন্য কবুল করে নেন।
——————–
ক্যাটাগরি : উপদেশ, শিক্ষা।
✍ মূল: ড. মোহাম্মাদ আকরাম নদভী, অক্সফোর্ড।
✍ অনুবাদ যাচাই ও সম্পাদনা : মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।
—-
যে আর্টিকেল থেকে অনূদিত, তার লিংক👇
https://t.me/DrAkramNadwi/6682