AkramNadwi

স্ক্রিনে কুরআন পড়ে

স্ক্রিনে কুরআন পড়েন, তাহলে সরাসরি স্ক্রিন ছোঁয়ায়ও কোনো বাধা নেই। চোখ দিয়ে পড়ুন, মস্তিষ্ক দিয়ে বুঝুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন।

চোখ দিয়ে পাঠ করা খুবই সাধারণ একটি বিষয়। অধিকাংশ চিন্তাশীল গ্রন্থই আমরা চোখ দিয়েই পড়ি। আর আল্লাহর কিতাব তো সমস্ত জ্ঞানগ্রন্থের শিরোমণি। আমি নিজেও সব বই চোখ দিয়েই পড়ি, এবং আমার মতো পৃথিবীর অধিকাংশ মানুষও তাই করে।

তাই আপনি যেকোনো অবস্থায় কুরআনের সঙ্গে সংযুক্ত থাকুন। বরং হায়েজের সময়ে নারীদের জন্য কুরআন অধ্যয়নের প্রয়োজন আরও বেশি। কেননা, এই সময় তাঁরা নামাজের মতো সর্বোচ্চ ইবাদত থেকে বঞ্চিত হন। রমজানে রোযাও রাখতে পারেন না। তাই এই সময়ে তাঁদের উচিত আরও বেশি সময় কুরআনের সঙ্গে কাটানো।

উপরের উভয় মতই উম্মতের ফকীহদের দৃষ্টিভঙ্গি। আপনি যে মতেই আমল করুন না কেন, ইনশাআল্লাহ আপনি সওয়াবের অধিকারী হবেন। আর ভিন্নমতের অনুসারীদের দোষ ধরে সময় নষ্ট করবেন না।

যেসব ছাত্রী বা নারী হিফজ করছেন, তাঁদের জন্য তো এমনিতেই প্রথম মতের অনুসারীদের পক্ষেও ছাড় দেওয়া হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর কিতাবে গভীর চিন্তা করার এবং তা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

——————–
ক্যাটাগরি : ফিকাহ, শিক্ষা।

✍ মূল: ড. মোহাম্মাদ আকরাম নদভী, অক্সফোর্ড।
✍ অনুবাদ যাচাই ও সম্পাদনা : মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।
—-
যে আর্টিকেল থেকে অনূদিত, তার লিংক👇
https://t.me/DrAkramNadwi/6641

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *