হে জ্ঞানের উত্তরাধিকারী, হে উম্মতের যুবকগণ এবং হে মাদ্রাসাওয়ালা গণ! পরম করুণাময় আপনাদের প্রতি প্রতিটি সকালে একটি নতুন জীবন দিয়েছেন। এটা আপনার পরীক্ষা এবং আপনার জন্য পুরস্কার। অভিযোগ, অতীতের ক্ষত এবং পরাজিত মনোভাব থেকে বেরিয়ে আসো। আল্লাহর আনুগত্যে নিজেদের সম্পূর্ণ নিয়োগ করো, তাঁর নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মানবজাতির পথপ্রদর্শনের জন্য আপনার বৌদ্ধিক, শিক্ষাগত এবং কর্মী প্রস্তুতি সম্পূর্ণ করো।
মনে রাখো: “إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ”
নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির পরিস্থিতি পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে।
তাহলে চলো! আজকের দিনকে শুরু হিসেবে গ্রহণ করি, অতীতের স্মৃতিস্তম্ভ নয়, কারণ তোমার নতুন জীবন প্রতিটি সকালে শুরু হয়—তাকে বৃথা যেতে দিও না।
——————–
ক্যাটাগরি : উপদেশ, শিক্ষা।
✍ মূল: ড. মোহাম্মাদ আকরাম নদভী, অক্সফোর্ড।
✍ অনুবাদ যাচাই ও সম্পাদনা : মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।
—-
যে আর্টিকেল থেকে অনূদিত, তার লিংক👇
https://t.me/DrAkramNadwi/6661